
সঞ্চয়িতার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেট
দেবার্ঘ সেন
এসে পৌঁছোয় সঞ্চয়িতার ধারে
ভেতরে ভেতরে গড়ে ওঠে পিঁপড়ে সভ্যতা
স্মার্টফোন ও বিশ্বজগতের মধ্যে
আমার শীতল রক্তের এইটুকুই সুরক্ষা।
সে সুরক্ষা দিয়ে চিনে নিই শান্তির গাছতলা।
হাওয়ায় আজ সব কান্না থেমে গ্যাছে
আলো হয়েছে লক্ষ্য
অলক্ষ্যে যান্ত্রিক
পরিকাঠামোগুলো স্নান করতে চেয়ে
ধুয়ে শেষ সকল মেকআপ
এখন সাড়া চাইছে
অ্যান্টিএজিং কসমেটিকস।
Comments