একা একা অনেকটা
অরুণ কুমার ঘড়াই
নদী জানে ভাসাতে দু'কূল
ঘরখানি মুখোমুখি অচেনা মাঝির মতো
শূন্যে ফেরে কাক, পথ হারায়, নির্দয় দুপুর
হিংসে করে লাভ কি।
অভিমান হোক ফুলের মতো হিংস্র ও গোপন
ঘাসের স্নেহ পায়ে পায়ে পথ চেনাক গোধূলির
নদীঘাট নৌকো নিয়ে জোনাকি ভাসায়
নক্ষত্রেরা এখনো বিশ্বাস রাখে।
ঠিকানা খুঁজে নিয়ে হারাতে চাই
সব কিছু ভুলে পাল তুলি অপেক্ষার
জীবন তার নিজস্ব ভাবনায় এগিয়ে যাক
হাত বাড়াও দু'চোখে।
Comments