বছরের প্রথম দিনে ।। কবিতা ।। অদিতি ঘটক
- agantukpotrika
- Apr 15, 2022
- 1 min read

শিক্ষক
অদিতি ঘটক
সবার প্রথম শিক্ষাগুরু
সব শিশুরই মাতা
ভবসাগর পারাবারে
পাই যে অনেক ত্রাতা
ছোট বড় নেইকো হেথায়
নেইকো কোনো ভেদ
ছোটোর কাছেও শিক্ষা পেলে
রয় না মনে খেদ
গুরু শিষ্য সম্পর্ক
মহান সে যে খুব
মনি-মুক্ত ছড়িয়ে কত
পাই যে দিলে ডুব
আছেন কত মহান মানুষ
স্মরণীয় সব নাম
সময় বড় শিক্ষাগুরু
বুঝি দিয়ে দাম।
Comments