top of page
Search

বছরের প্রথম দিনে ।। কবিতা ।। অদিতি ঘটক


শিক্ষক

অদিতি ঘটক


সবার প্রথম শিক্ষাগুরু

সব শিশুরই মাতা

ভবসাগর পারাবারে

পাই যে অনেক ত্রাতা

ছোট বড় নেইকো হেথায়

নেইকো কোনো ভেদ

ছোটোর কাছেও শিক্ষা পেলে

রয় না মনে খেদ

গুরু শিষ্য সম্পর্ক

মহান সে যে খুব

মনি-মুক্ত ছড়িয়ে কত

পাই যে দিলে ডুব

আছেন কত মহান মানুষ

স্মরণীয় সব নাম

সময় বড় শিক্ষাগুরু

বুঝি দিয়ে দাম।



2 views0 comments
bottom of page