বেলাশেষে
গোবিন্দ মোদক
তখন মনের কোণে গান ছিল
বুকে আবেগের বান ছিল
স্বপ্নভরা সে দিন ছিল
হৃদয় জুড়ে কতো বীণ ছিল
তখন হাসার মতো ক্ষণ ছিল
ভাবার মতো মন ছিল।
তখন চাইলে মন খুশি হতো
চাইলেই সব বেশি পেতো
তখন বুকের কারুকার্য ছিল
মনের কথা শিরধার্য ছিল!
এখন বসন্ত সব গেছে চলে
এখন স্বপ্ন-শব গলায় দোলে
এখন আঠারো মাসে বছর শেষ
এখন নেইকো বুকে সবুজের লেশ।
এখন হামা দিয়ে চলে মন
মনের কোণে গহীন বন
হাতের তালুতে আড়াল দৃষ্টি
এখন স্তব্ধ সব নতুন সৃষ্টি
হায়, এসব যে কেউ চায় না!
হায়, তবুও তো পার পায় না!
Comments