আগন্তুক ।। কবি প্রণাম সংখ্যা ।। কবিতা ।। গৌতম সমাজদার
- agantukpotrika
- May 9
- 1 min read

কবির জন্মদিন
গৌতম সমাজদার
এক সময় কবিতা লিখতাম-
অবশ্য পাতে দেওয়ার মত নয়।
আজ আবার লিখতে বললো কেউ!
আজ রবীন্দ্রনাথের জন্মদিন,
ফেলতে পারলাম না অনুরোধ।
কিন্তু কি লিখব কবি?
বাংলার এই অবস্থায়
শান্ত থাকতে পারতে তুমি!
এই বাংলায় আজ তরল পদার্থ -
বলতে মানুষের অঢেল রক্ত,
তাও জমাট বাধা কালচে।
জমছে গ্রাম থেকে শহরের রাঙ্গা পথে।
যে নারী ছিল তোমার অর্ধেক আকাশ-
সে আজ এই উজ্জ্বল সকালে,
ধানক্ষেতে চাপ চাপ রক্ত ঝড়াচ্ছে,
পরদিন সকালে হয়তো লাশকাটা ঘরে।
ক্ষমতায়নের বাহুবলীরা আজ-
সংবর্দ্ধনা জানায় ধর্ষক কে মালা দিয়ে!!
তোমার দূষনহীন পরিবেশ,
আজ বহুতলে ভরা। গাছ কাটা নির্বিচারে,
মন্ত্রী সান্ত্রী দের ক্ষমতার উৎসে
গাছ কেটে পথ করা!
বলো না কবি, পারতে ভালবাসার
কবিতা লিখতে! ছুঁয়ে থাকা ছুঁয়ে রাখা
নরম সোনালি রোদ ভাবাত তোমায়?
হিংসা, দ্বন্দ্বে দীন এই বাংলা তে-
মানবের মাঝে বাঁচতে চাইতে না কবি!
তবু তুমি ফিরে এসো,
একবার চেষ্টা করে দেখো
দেবে আর নেবের লেখনী দিয়ে
মেলাতে পারো কিনা বাংলা কে।
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
প্রশ্ন করি তোমায়, উত্তরও তুমিই ।
Comentarios