প্রেমের টানে
দীপঙ্কর বেরা
ফুলের শোভা পাপড়ি রঙে
মধুর রসে ভরা
ভ্রমর এসে সেই টানেতে
নিজেকে দেয় ধরা।
পাপড়ি মেলে ফুল তো ফোটে
জমায় মধু বুকে
ভ্রমরকে সে ডাকতে থাকে
মিলন মোহ সুখে।
ফুলের রেণু মেখে ভ্রমর
খিলখিলিয়ে হাসে
ফুলও তার পাপড়ি রঙে
আরো কাছে আসে।
গুনগুনিয়ে নানান সুরে
ফুলের আশে পাশে
ভ্রমর ওড়ে ফুলও দোলে
তাই তো ভালোবাসে।
প্রেমের টানে মধুর লোভে
ফুল ভ্রমর খেলা
জগৎ জুড়ে তাই তো রোজ
বসে বাগের মেলা।
Comments