আগন্তুক ।। কবি প্রণাম সংখ্যা ।। কবিতা ।। তূণীর আচার্য
- agantukpotrika
- 7 hours ago
- 1 min read

যখন তুমি সশস্ত্র উন্মাদ
তূণীর আচার্য
বাইরে ছায়ান্ধকার
তুমি আসবে বুঝলে চৌকাঠে গিয়ে দাঁড়াই
নাহয় জানলা খুলে ঝড়ো কাক উড়তে দেখি
এ সময় তোমার ছোঁয়া পেতে ছাদে যাই না
কারণ তুমি তখন এক সশস্ত্র উন্মাদ
আমি অপেক্ষা করি মিশকালো অন্ধকারের
গাঢ় নিশ্বাস, জলঘুঙুরের শব্দ
তুমি আসবে বুঝলে
হালদারদের আমবাগান থেকে ছুটে আসে শৈশব।
Comments