আগন্তুক ।। কবি প্রণাম সংখ্যা ।। কবিতা ।। বিভাস গুহ
- agantukpotrika
- May 9
- 1 min read

বিশ্বজুড়ে রবি
বিভাস গুহ
গীতাঞ্জলি কাব্য লিখে
করল নোবেল জয়
জগৎজুড়ে নামটি রবির
রবে যে অক্ষয়।
গান কবিতা গল্প ছড়া
নাটক প্রবন্ধ
অকপটে লিখে তিনি
ছড়ান সুগন্ধ।
চিত্রশিল্পী অভিনেতাও
ছিলেন কবিগুরু
আট বছর বয়সে কবির
লেখালেখি শুরু।
বিশ্বজুড়ে আছেন রবি
সবার অন্তপুরে
কাব্য নাটক গল্প ছড়া
গানের সুরে সুরে।


Comments