আগন্তুক ।। কবি প্রণাম সংখ্যা ।। কবিতা ।। রবীন বসু
- agantukpotrika
- May 9
- 1 min read

গীতবিতান হাতে মেয়েটি
রবীন বসু
গীতবিতান হাতে নিয়ে মেয়েটি দাঁড়িয়ে ছিল
বিকেলের রোদ লেক মলের মাথায়
একটু দূরে মার্কেটের দিক থেকে
ফুলের গন্ধ ভেসে আসছে দখিনা বাতাসে
শেষের কবিতা কিনবে বলে একটা ছেলে
গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত হাঁটছে
একটাও বইয়ের দোকান দেখতে পাচ্ছে না
শেষে গীতবিতানহাতে মেয়েটি বলল, আমার বাড়ি চল, আমি তোমাকে অমিত লাবণ্য দেব !


Comments