top of page
Search

দোলনচাঁপা তেওয়ারী দের একটি কবিতা


শিমুলের লাল


দোলনচাঁপা তেওয়ারী দে।



আধখানা স্বপ্নে,


না-দেখা আকাশের জন্য,


মনটা ভারি হয়ে গেল।



বাইশশ স্কয়ার ফুটের বাসস্থান


এক ঘন্টায় তার যাবতীয় বাসি -মলিনতা কাটিয়ে সামাজিক বসবাসের উপযুক্ত হয়।


কিন্তু আমাদের মানসিকতা কি সেই বাসিতা কাটাতে পারে!


ছেঁড়া স্বপ্ন অস্বস্তিতে রাখে....


স্বপ্নেতে যে মা ছিল,


যার সময় দেওয়ার জন্য সময় বের করতে হয় না।


সন্তানের জন্য মায়ের কোন সময় বের করতে হয় না।


সৌমিলির অনন্ত , কাজ অসীম ব্যস্ততা।


সময় কই সময় দেওয়ার?


খোঁজ নিতে গেলে...... ভালোবেসে পলাশের লাল ঝরিয়ে দেবে অধরে।


প্রায় প্রতিদিনই ঝরায়,


কেন ? কিসের জন্য?



বড্ড জানতে ইচ্ছে করে কিসের অভাব আমাদের সংসার!


ভাত-কাপড়ের না শরীরের আগুন এর?


তবু স্বপ্ন দেখি ,দেখার চেষ্টাও করি।


চিবুকে শিমুলের লাল যতই হোক না কেন।

7 views0 comments
bottom of page