top of page
Search

বছরের প্রথম দিনে ।। ধারাবাহিক দীর্ঘ কবিতা ।। দেবার্ঘ সেন


সঞ্চয়িতার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেট

দেবার্ঘ সেন


হ্যাঙারে ঝোলা শূন্য চেয়ার

চশমা ঝাপসা হয়ে আসে

ঘড়ির প্রতি সন্দেহ জাগে

ঘোর ভাঙে আরও এক ঘোরে

বিশুদ্ধতার লোভ ডিঙিয়ে যাই

যাত্রাপথে সকল গাছের ছালে

শুধু তোমকেই দেখতে পাই

মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে

এক হয়ে যায় ফুলের ব্যথা

ভোরের কার্ণিশে পায়রা এসে বসে

ছোলা ভেজানো জলে

মাথা ডুবিয়ে দিই

পুড়তে পুড়তে নষ্ট করি

যত ধরণের কাগজ

সে সব কাগজই একদিন আমায়

ভস্ম করবে জানি।

( ক্রমশ...)



48 views0 comments
bottom of page