top of page
Search

১৮ই মে সংখ্যা ।। ধারাবাহিক দীর্ঘ কবিতা ।। দেবার্ঘ সেন


ree

সঞ্চয়িতার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেট

দেবার্ঘ সেন



ব্যক্তিত্বের দারিদ্র প্রভা

সকাল সকাল ঘুম আসে না একথা বলার মধ্যে

দুটো ভুল আর দুটো বিড়ি পুড়ে গেলে

চাঁদের চূড়ায় অতিরিক্ত জীবন

স্মরণীয় করে তোলে বৈশাখ,

আঁতুড়ঘরে দুঃখ-মাটি নিয়ে এসে বসেন কবি

একঘেয়েমির দেওয়ালে যদি বা লেখা হয়ে যায়

মরমির স্বরলিপি

তবুও তা দ্রুত কবিতার থেকে নিপুণ

এবং ভোগবাদ অপেক্ষা অনেক গুণ স্বচ্ছ

বরং এসব ছেড়ে সম্বিৎ ফিরলে

আমাকে ভাবতে হবে

সঞ্চয়িতার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেটটা

কে রেখে গেলো

কেনই বা রেখে গেলো

যদি তা অগ্রাহ্য করেও নিই

তাহলেও তো বিবাদ থেকে যায়

উপহার আর বিষের দ্বিঘাত সমীকরণে



দুটো ' ব ' দিয়ে কী আজ আর কেউ

গ্রহতারা আঁকে!!

 
 
 

Comments


Subscribe Form

Thanks for submitting!

©2021 by Agantuk Potrika.

bottom of page